ছোটপর্দা দিয়ে পরিচিতি পাওয়া অহনা রহমান কাজ করেছেন বড় পর্দাতেও। কিন্তু নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। এবার অভিনয়ের পাশাপাশি নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তিনি।
অনেক আগে থেকেই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত হন অহনা। এবার খুলছেন 'অহ-মি' নামের একটি বিউটি পার্লার। এর সব প্রস্তুতি শেষ। ১৩ জানুয়ারি থেকে পার্লারটির যাত্রা শুরু।
অহনার প্রত্যাশা, ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি বিউটি পার্লার ব্যবসায়ও সফল হবেন তিনি।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা