এবার রাজপথে দেখা যাবে জায়েদ খান ও পপিকে। তবে বাস্তবে নয়, 'রাজপথে আছি' শিরোনামে একটি ছবিতে দেখা যাবে তাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি ক্যামেরা অন হবে এ ছবিটির। গত রবিবার জাভেদ মিল্টন পরিচালিত এ ছবির জন্য চুক্তিবদ্ধ হন তারা।
বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, ছবিটি হবে সম্পূর্ণ অ্যাকশননির্ভর। দীর্ঘদিন পর একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। রাজনীতি নির্ভর এ ছবিতে নতুন লুকে উপস্থাপিত হব আমি। আশা করি, পপির সঙ্গে আমার এ রসায়নও দর্শকরা সানন্দে গ্রহণ করবে।
বেশ কিছুদিন যাবৎ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন জায়েদ খান। তিনি মিশা সওদাগরের সঙ্গে যে প্যানেলে রয়েছেন পপিও সে প্যানেলের প্রার্থী।
শিল্প সমিতির নির্বাচন ছাড়াও বর্তমানে বেশ কয়েকটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন জায়েদ খান। এছাড়া মুক্তির প্রহর গুণছে মালেক আফসারীর 'অন্তর্জালা' ছবিটি। শ্যুটিং চলছে মুস্তাফিজুর রহমান বাবুর 'হৃদয় ছোঁয়া ভালোবাসা'র।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা