অভিনয় করা তার পেশা। তবে এটা মনে হয় আর ভাল লাগছে না অভিনেতা অর্জুন রামপালের। তাই হয়তো এবার পাকাপাকিভাবে রাজনীতিতেই হাত পাকাতে চাইছেন তিনি! আর সেই কারণেই মনে হয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি অফিসে পৌঁছে গেলেন অভিনেতা।
মঙ্গলবার আচমকাই বিজেপি অফিসে যান অর্জুন রামপাল। বিজেপি অফিসে অভিনেতার আচমকা অাবির্ভাবকে কেন্দ্র করে বলিউডে কানাঘুষো শুরু হয়ে গেছে। অভিনেতা পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন ‘রক অন’ অভিনেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি রাজনীতিবিদ নই, এখানে রাজনীতির জন্যও আসিনি। আমি শুধু কেমনভাবে দলের প্রতি নিজের সমর্থন বজায় রাখতে পারব, তা জানতে এখানে এসেছি।”
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব