অভিনেতা কল্যাণ কোরাইয়াকে মঙ্গলবার রাতে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহতের ঘটনায় পুলিশ তাকে আটক করে বলে জানা যায়।
রাতে অভিনেতা কল্যাণের বিরুদ্ধে ওই থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮-এর ক ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। কলাবাগান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১