চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার ভোকাল কর্ডের সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ মেনে আগামী ১০ দিন কথা বলবেন না বলে জানা গেছে। সোহেল রানার পুত্র মাশরুর পারভেজ মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করেছেন।
মাসুদ পারভেজ বেশ কিছুদিন ধরেই কণ্ঠনালীর স্বরতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। যার ফলে কথা বলতে গেলে তিনি সমস্যয় পড়তেন। এক মাস আগে তার গলায় এই সমস্যা ধরা পড়ে। এরপর চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু তাকে ২১ দিনের ওষুধ দেওয়া হলেও তার সমস্যার তেমন কোন উন্নতি হচ্ছিল না।
এ কারণে গত ৮ জানুয়ারি ডা. একরাম উদ্দৌলার তত্ত্বাবধানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে সোহেল রানার ভোকাল কর্ডে ছোট আকারের সফল অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার নিজস্ব বাস ভবনে ফিরে যান তিনি।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১০