অভিনয়ের পাশাপাশি গায়ক এবং প্রযোজকের ভূমিকাতেও দেখা গেছে বলিউড অভিনেতা সালমান খানকে৷ এবার আরও একটি দিক প্রকাশ্যে আসতে চলেছে এই বলিউড সুপারস্টারের৷ খুব শীঘ্রই নিজের মিউজিক কোম্পানি চালু করতে চলেছেন তিনি৷
গানের প্রতি সালমানের ভালবাসার প্রমাণ মিলেছে 'কিক', 'হিরো' এর মতো ছবিতে৷ নিজের গলায় গান গেয়ে ফ্যানদের মন জয় করেছেন এই সুপারস্টার৷ ‘ম্যায় হু হিরো তেরা’, ‘হ্যাংওভার’ এর মতো গানগুলি সুপারহিট হয়েছে৷
জানা গেছে সালমানের আপকামিং ছবি ‘টিউবলাইট’ ছবির মিউজিক লঞ্জের মধ্যে দিয়েই তার এই মিউজিক কোম্পানির উদ্বোধন হবে৷ বাকি মিউজিক কোম্পানিগুলি থেকে এই বলিউড তারকার কোম্পানি কিন্তু এক জায়গায় বড়সড় পার্থক্য থাকবে৷ জনপ্রিয় তারকা সংগীত শিল্পীরা গাইবেনই, উঠতি গায়ক-গায়িকাদেরও প্লে-ব্যাকের সুযোগ করে দেবে এই কোম্পানি৷
‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পর টিউবলাইট ছবিতে পরিচালক কবীর খানের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন সলমন৷ ২০১৭ সালের ঈদে মুক্তি পাবে ছবিটি৷ সালমানের এই ছবিতে এক ঝলক দেখা পাওয়া যাবে বলিউড বাদশা শাহরুখেরও৷
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৮