'খারাপ মেয়ে ভালো মেয়ে' শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্ষা। ছবিটি নির্মাণ করছেন অভিনেতা-পরিচালক রওনক হাসান। মঙ্গলবার থেকে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। ছবিটি মুক্তি দেয়া হবে ইউটিউবে। তবে হলে প্রদর্শনের কথাও ভাবছেন পরিচালক।
'খারাপ মেয়ে ভালো মেয়ে' ছবিটিতে সমাজের বেঁধে দেয়া চোখে ভালো ও খারাপ মেয়ের সংজ্ঞাটাকেই মূল্যায়ন করতে চান পরিচালক। মিতুল এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার ব্যানারে নির্মাণাধীন এ ছবিটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে।
২০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যে অর্ষা ছাড়াও আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, সমাপ্তি মাসুদ, ঋতু ও টনি।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/ফারজানা