ভারতের প্রয়াত কিংবদন্তির বিসমিল্লাহ খানের চুরি যাওয়া সানাইগুলি বেনারস থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্পেশ্যাল টাস্ক ডিপার্টমেন্ট গ্রেফতার করেছে বিসমিল্লার নাতি সাদাব হাসান এবং শঙ্করলাল শেঠ ও সুজিত শেঠ নামে দুই স্বর্ণকারকে।
উদ্ধার হলেও অক্ষত নেই বিসমিল্লাহ খানের সানাই। উদ্ধার হওয়া অংশে শুধু মিলেছে সানাইয়ের কাঠের অংশটুকু। অবশ্য সেটাও পাওয়া গিয়েছে ভাঙা অবস্থায়। নানার সানাইগুলো নাতি সাদাব বিক্রি করে দেন এক স্বর্ণকারের কাছে। এরইমধ্যে রুপা দিয়ে তৈরি সানাইগুলি গলিয়ে ফেলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা অমিত পাঠক বলেছেন, ওই স্বর্ণকারদের সাহায্যেই সানাইগুলোকে গলিয়ে ফেলে সাদাব। তাদের কাছে মাত্র ১৭ হাজার টাকায় সানাই গলানো রুপা বিক্রি করেছিল সে।
ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী পুরস্কার পাওয়া বিসমিল্লাহ খানকে ওই রুপার সানাইগুলি উপহার দেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। প্রায়ই সেগুলি বাজাতেন বিসমিল্লাহ খান। তার ছেলে কাজিম হাসান সানাইগুলি চুরি হয়ে গেছে এ মর্মে গত ৫ ডিসেম্বর বারাণসীর চৌক থানায় অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/ফারজানা