প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার রাতে অভিনেতা কল্যাণ কোরাইয়াকে আটক করে কলাবাগান থানা পুলিশ। পরে তাকে আদালতে তুলে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কলাবাগান থানার এসআই ওমর ফারুক।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব