নব্বই দশকের জনপ্রিয় ২৪জন ব্যান্ড তারকা শিল্পী'র নতুন গানের ডাবল মিক্সড এ্যালবাম 'আবার' আশিক মিউজিকের ব্যানারে প্রকাশিত হলো। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর খালিদ রুমী, ফিডব্যাকের দলপতি ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, আলী আকবর রুপু, সাইফ, রেশাদ, মেজবাহ, রোমেল খানসহ এ্যালবাম সংশ্লিষ্ট অধিকাংশ সঙ্গীত শিল্পী।
ওমর খালিদ রুমী তার বক্তব্যে বলেন, 'আশিক মিউজিক' যে কাজটি শুরু করলো এখন মনে হচ্ছে এই ধরণের সাহসী উদ্দ্যোগ তাদের কে বারবার নিতে হতে পারে । কারণ অন্যরা তাদেরকে বাধ্য করবে এমন উদ্যোগ বারবার নিতে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশিক মিউজিকের সিইও মুন খান। 'আবার' এ্যালবামটি আগামি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাজারে ফিজিক্যালি ডাবল ডিসক ফরমেটে ও ডিজিটালি প্রকাশ করা হবে বলে জানান আশিক মিউজিকের প্রতিষ্ঠাতা গহর আশিক।
অনুষ্ঠানে ষ্টারলিং ব্যান্ডের মামুন, উইন্ডস'র আতিক হেলাল, নিউ ইভস'র নাসির, তীর্থক'র আইকো, নর্দানষ্টার'র মাহমুদ জুয়েল, পালস্'র কাজল, তরুণ ব্যান্ডের তরুণ মুন্সি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়া ব্যান্ড উইনিং এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানান ।
বিডি প্রতিদিন/এ মজুমদার