ফের নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শিরিন। 'পাঞ্জাবিওয়ালা' খ্যাত এ গায়িকার নতুন গানের শিরোনাম 'গানওয়ালী'। বুধবার ইউটিউবে গানটির মিউজিক ভিডিও ছাড়া হয়েছে। তাতে গান গাওয়ার পাশাপাশি নাচতেও দেখা গেছে শিরিনকে। ভিডিওতে শিরিনের সঙ্গে অংশ নিয়েছেন আরও বেশ কয়েকজন।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিবের হাত ধরে বাংলাদেশের সঙ্গীত ভুবনে প্রবেশ করেন লন্ডনপ্রবাসী শিরিন। হাবিবের সুর ও সংগীতে প্রথম অ্যালবাম 'পাঞ্জাবিওয়ালা' দিয়েই নজর কাড়েন। তার 'পাঞ্জাবিওয়ালা গানটি এখনো সবার মুখে মুখে ফিরে। তার একক ‘মাতওয়ালি’, 'রঙিলা'ও বেশ জনপ্রিয়তা পায়।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/ফারজানা