আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো, লন্ডনের পর হলিউড ছবির প্রচারে এখন ভারতে দীপিকা পাড়ুকোন। সঙ্গে আছেন হলিউড অভিনেতা ও দীপিকার 'ট্রিপল এক্স' সহশিল্পী ভিন ডিজেলও। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বাইয়ে ছবির প্রচারণা শুরু করেছেন দীপিকা- ভিন ডিজেল।
প্রচারণায় দীপিকা ও ভিন ডিজেলের সঙ্গে আছেন 'ট্রিপল এক্স' ছবির পরিচালক ডি জে কারুসো। সকালে প্রচারণায় শুরুতে তাদের মহারাষ্ট্র প্রদেশের ঐতিহ্যবাহী কায়দায় স্বাগত জানানো হয়। ভিন ডিজেলের কপালে তিলক লাগিয়ে দেয়া হয়। 'ট্রিপল এক্স' ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ জানুয়ারি।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/ফারজানা