বাংলাদেশ চা বোর্ড আয়োজিত প্রথমবারের মতো ‘টি এক্সপো ২০১৭’ শুরু হয়েছে আজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে (হল-২) বৃহস্পতিবার সকাল ১০টায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর পাশাপাশি থাকছে সংগীত পরিবেশনা। আজ গাইবেন জনপ্রিয় তিনজন শিল্পী।
‘টি এক্সপো ২০১৭’-এর উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই তিন তারকার পরিবেশনা শুরু হবে রাত ৮টা থেকে। দ্বিতীয় দিন (১৩ জানুয়ারি) একই মঞ্চে একই সময়ে থাকছে ওয়ারফেইজের পরিবেশনা। শেষদিন গাইবেন রিয়াদ, সালেকীন, ঋতুরাজ, নওমি ও শিরোনামহীন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব