রাজধানীতে গাড়ির ধাক্কায় ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার অভিনেতা কল্যাণ কোরাইয়ার ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশ।
বুধবার রাতে তার মনিপুরী পাড়ার বাসা থেকে তার প্রাইভেটকারটি জব্দ করা হয়।
কলাবাগান থানার ওসি আরাফাত হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি দুর্ঘটনা যেহেতু ঘটেছে এবং এ বিষয়ে মামলাও হয়েছে। তাই আমরা গাড়িটি জব্দ করে তদন্ত করছি।”
এর আগে, বুধবার কল্যাণের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে তিন দিনের মধ্যে কারা ফটকে তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন বিচারক।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব