গেল ১১ দিনে টিজার ঝড়ের পর এবার মুক্তি পেল আলোচিত মিউজিক্যাল ফিল্ম ‘হারালো অজানায়’।
নাহিদ মেহেদীর গান নিয়ে তৈরি এই ফিল্মে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি তৌসিফ ও স্পর্শিয়া। যা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিএমভি'র ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
সূচি'র গীত রচনায় ‘হারালো অজানায়’ গানটির সংগীত পরিচালক অদিত। সম্প্রতি সিলেটের বিভিন্ন নৈসর্গিক লোকেশন ঘুরে গল্প নির্ভর এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
‘হারালো অজানায়’ প্রসঙ্গে সংগীত পরিচালক অদিত বলেন, ‘সংগীত পরিচালক হিসেবে আমি চেয়েছি বছরের প্রথম উপহার হিসেবে এটি যেন দারুণ কিছু হয়। আর নাহিদ মেহেদী প্রসঙ্গে এটুকুই বলবো, দারুণ কণ্ঠ তার। এই গানটির সফলতার সূত্র ধরে আমরা একসঙ্গে আরও অনেক কাজ করার পরিকল্পনা করছি। তার জন্য প্রয়োজন দর্শক-শ্রোতাদের সমর্থন’
এদিকে কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘অদিতের সুরে যাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশাপূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীন চিলেকোঠায় থেকে যাবে। কারণ, সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। এই গানের গল্পটি তেমন কিছুই হবে, আশা করি।’
এই মিউজিক্যাল ফিল্মের নায়িকা অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘গান পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পাই তখন আরও ভালো লাগে। এই গানটি তেমন কিছুই হয়েছে। যেখানে আমি প্রাণখুলে হেসেছি, ভালোবেসেছি এবং মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছি। সব মিলিয়ে এটা একটা অসাধারণ কাজ হয়েছে। আমার ভক্তদের জন্য নতুন বছরের সবচেয়ে বড় চমক এটি।’
অন্যদিকে ছবির নায়ক তৌসিফ বলেন, ‘হৃদয়স্পর্শী একটা গল্প আছে এখানে। গানটিও অদ্ভুত সুন্দর। যা, না দেখলে অনুভব করানো মুশকিল। প্লিজ দর্শক- দেখে নিন একবার, পরে না হয় কথা বলি।’
এদিকে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি ভালো কিছু করার। চেষ্টা ছিল মিউজিক ভিডিও না বানিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরির। শুটিং শেষে সম্পাদনার টেবিলে বসে মনে হয়েছে- কাজটি মনের মতো করতে পেরেছি। যদি তাই হয়, তবে এটা হবে আমাদের সবার জন্য- হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন ফিল্ম।’
অন্যদিকে গানটির প্রযোজক-পরিবেশন এসকে সাহেদ আলী বলেন, ‘সিএমভির ব্যানারে নতুন বছরের অন্যতম মিউজিক্যাল ফিল্ম হিসেবে ‘হারালো অজানায়’ আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়াটা আমাদের জন্য আনন্দের বিষয়। চলতি বছর এমন আরও বড় বড় চমক থাকছে এই ব্যানার থেকে।’
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন