মা হতে চলেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী লিসা হেইডন। ইন্সটাগ্রামে নিজের বিকিনি পরা একটি ছবি দিয়ে অভিনব কায়দায় গর্ভাবস্থার কথা জানান দিয়েছেন তিনি।
এই মুহূর্তে ফুকেটে ছুটি কাটাচ্ছেন লিসা। সেখান থেকেই ছবিটি প্রকাশ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে গর্ভকালীন সময়ে বসে না থেকে সদ্য মা হওয়া আরেক বলিউডি অভিনেত্রী কারিনা কাপুরের মতোই কাজ চালিয়ে যাবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৬ সালের অক্টোবরে দিনো লালভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী গুল্লু লালভানির ছেলে।
বর্তমানে বিন্দাস চ্যানেলে একটি ওয়েব সিরিজে কাজ করছেন লিসা। গত বছর করন জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ