সম্প্রতি প্রকাশিত হয়েছে বিখ্যাত মিউজিক ডিরেক্টর এ.আর.রহমানের একটি গানের রিমেইক। বিখ্যাত এই কিংবদন্তী শিল্পী এবার তার গানে আনলেন প্রতিবাদের সুর। এমটিভ‘র ফেইসবুক পেইজ থেকে প্রকাশিত তার সেই গানের নতুন লিরিক্সের ভেতর লুকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কটাক্ষ।
তামিল ভাষায় গাওয়া ‘টেক ইট ইজি উর্বশী’ শিরোনামের এই গানটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের কথাও ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গানটিতে নরেন্দ্র মোদি’র নতুন মুদ্রানীতির কথা বলা হয়েছে।
গানটির ভিডিওটিতে এ.আর.রাহমানের সঙ্গে মূল গানটির সুরকার রঞ্জিত বারত ও গায়ক সুরেশ পিটারকেও গান গাইতে দেখা গেছে। এ এ.আর.রাহমানের ‘উর্বশী উর্বশী’ শিরোনামের গানটিতেই নতুন কথা বসিয়ে গাইলেন এ শিল্পী।
ইতোমধ্যেই এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রকাশের প্রথম দিনেই গানটি দেখা হয়েছে প্রায় ১২ লাখেরও বেশি।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৪