হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদ নিয়ে গতবছরের শেষ থেকেই তোলপাড় চলেছে। সন্তানদের একক অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই শেষ করার পর এবার এই তারকা দম্পতি নিজেদের বিবাহ বিচ্ছেদ পর্বে পৌঁছেছেন। তারা প্রাইভেট ফোরামে বিবাহবিচ্ছেদ কার্যকর করতে চুক্তিপত্র তৈরি করছেন বলে জানা গেছে।
এই দম্পতি জানিয়েছেন, তারা তাদের বিবাহবিচ্ছেদ প্রাইভেট ফোরামের মাধ্যমে কার্যকর করবেন। যাতে করে তাদের বিচ্ছেদের সমস্ত ব্যাপার ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তিগত পর্যায়ে থাকে। সে কারণে একজন প্রাইভেট বিচারক নিযুক্ত করেছেন তারা।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছরের প্রেম আর দুই বছরের সংসারজীবনের ইতি ঘটিয়ে অ্যাঞ্জেলিনার আচমকা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এর কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। পিতার ভূমিকায় ব্র্যাড পিটের ব্যর্থতাকেই কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৮