বর্তমানে বলিউডের বক্স অফিসের লড়াইয়ে সালমান খানের সঙ্গে পেরে কারও পক্ষেই পেরে ওঠা সম্ভব নয়। সম্প্রতি সালমানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শাহরুখ খান এমনটাই জানালেন।
দুজনের মাঝে ঝামেলা থাকলেও গত বছর থেকে ধীরে ধীরে নিজেদের বন্ধুত্বটা ফিরিয়ে এনেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। সবসময়ই একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ থাকছেন তারা। এবার শাহরুখ খান জানালেন, সালমানের সাথে বক্স অফিসে লড়াইয়ে জিততেই পারবেন না তিনি!
এক সাক্ষাৎকারে কিং খান বলেন, “ এই মুহূর্তে আমি কোনোভাবেই বক্স অফিসে সালমানের সঙ্গে লড়াইয়ে পেরে উঠবো না। শুধু আমি কেন আসলে এখন আমরা কেউই পারবো না তার সাথে। এটাই বাস্তবতা। আর এটাকে মেনে নিতে হবে”
২০১৬ সালের ঈদে সালমান খানের ‘সুলতান’ ছবির সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খানের ‘রইস’। তবে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৫ তারিখে। এরই মধ্যে সিনেমার প্রচারের জন্য সালমানের উপস্থাপনায় বিগ বস অনুষ্ঠানেও যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১