রিয়্যালিটি শো বিগ বস ১০-এর শুক্রবারের এপিসোড একদম মিস করবেন না। এবারের পর্বে দুই নারী সেখানে কোনও তরবারি ছাড়াই বাঁধিয়েছেন তুমুল কাণ্ড। এবার কোনও মেয়েলি চুলোচুলি নয়, রীতিমতো হাতাহাতির লড়াই হয়েছে এবার বিগ বসের ঘরে। আর সেই দুই নারী হলেন বানী জে ও লোপামুদ্রা রাউত।
ঘটনার সূত্রপাত হয় বিগ বসের দেওয়া এক টাস্ককে কেন্দ্র করে। যার নাম ছিল ‘বিবি কল সেন্টার টাস্ক’। যাতে পালাক্রমে কল সেন্টারের কর্মী ও উপদ্রবকারী কলার সাজতে হবে ঘরের বাসিন্দাদের। এই টাস্কে প্রথমে কর্মী হন লোপা। বানী লোপাকে উত্যক্ত করার জন্য তার সুন্দরী প্রতিযোগিতা জেতা নিয়ে খোঁটা দেন সেই সময়। পরে বানী যখন কল সেন্টারের কর্মী সাজেন, লোপা তার ক্যানসার আক্রান্ত মার কথা তোলেন।
তিনি বলেন, বানী মায়ের অসুস্থতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সমবেদনা পাওয়ার জন্য। এতে খেপে যান টেলিভিশন তারকা। লোপার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। ঘরবাসীরা চেষ্টা করেও আটকাতে পারেননি তাদের এই লড়াই।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬