১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘এভিল ডেড’ ছবির প্রথম পর্ব। সেবার তুমুল আগ্রহের সঙ্গে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু ছবির মাঝ পথেই অ্যাম্বুল্যান্স ডাকতে হয়। ছবির ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান এক দর্শক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। ২০১৭ সালে এমনই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবার এমনটি হতে পারে ফরাসি ছবি ‘র্য’ এর জন্য।
ছবিটির ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। শুধু মাত্র নিরামিষ খাওয়া এক কলেজ ছাত্রী কীভাবে নরখাদক হয়ে উঠবে তা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘র্য’ ছবির বীভৎসতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
সম্প্রতি টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় ‘র্য’। ফিল্ম চলাকালীন এক দর্শক অজ্ঞান হয়ে গেলে অ্যাম্বুল্যান্স ডাকতে হয় বলে জানান ছবির মার্কেটিং টিমের এক সদস্য। ‘র্য’ ছবির পরিচালক জুলিয়া ডকর্না জানান, ‘আমি চাই আরও বেশি দর্শক এই ছবিকে ভয় পান।'
ট্রেইলারটি নিজের দায়িত্বে দেখুন-
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭