টেলিভিশন ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’ এর শ্যুটিং চলাকালীন সময়ে দুর্ঘটনার কবলে পড়েন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। তারপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন এই বলিউড অভিনেত্রী।
‘কোয়ান্টিকো’ টিমের এক সদস্য জানিয়েছেন, "একটি স্টান্টের দৃশ্যের শ্যুটিং চলছিল। এ সময় হঠাৎ পা ফসকে পড়ে যান এই অভিনেত্রী। এর ফলে তার মাথায় সামান্য আগাত লাগে। তবে হাসপাতালে নিয়ে গিয়ে তার সবরকম পরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। আগামী সপ্তাহে ফের কাজে যোগ দেবনে প্রিয়াঙ্কা।"
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১