একই ফ্রেমে বন্দী হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী কবরী ও ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। মুক্তিযুদ্ধের একটি নাটকে কবরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাফা। নাটকের নাম 'ডেটলাইন ২০১৭'।
আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে এ নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নির্মাণ করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আরেকটি নাটকে অভিনয় করেছেন সাফা। আবু হায়াত মাহমুদ পরিচালিত 'অভিমান' শিরোনামের নাটকটি। আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেলে আইতে প্রচার হবে। এতে জেবুন্নেসা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা