কলকাতায় শুরু হতে চলেছে ৪ দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতার নন্দন-২, ৩ এবং নজরুল তীর্থ-৩ প্রেক্ষাগৃহে আগামী ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেখানো হবে বাংলাদেশের সিনেমা। এর পাশাপাশি ৫-৮ জানুয়ারি নন্দন গ্যালারি-৪ এবং নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে শুরু হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে তা চলবে রাত্রি ৮ টা পর্যন্ত।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমান, কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার মিয়া মুহাম্মদ মইনুল কবীর, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাখখারুল ইকবাল প্রমুখ।
শুক্রবার বিকাল ৪ টায় নন্দন-২ প্রেক্ষাগৃহে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সম্মানিত হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রমুখ।
উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে ২০১৫ সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘বাপজানের বাইস্কোপ’। এছাড়াও চারদিন ধরে গেরিলা, আমার বন্ধু রাশেদ, অনিল বাগচীর একদিন, চিরঞ্জীব বঙ্গবন্ধু, টেলিভিশন, গাড়িওয়ালা, জন্মসাথী, শোভনের স্বাধীনতা সহ একাধিক ছবি দেখানো হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন