কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'রাজ্য'। এটি পরিচালনা করেছেন নিয়াজ কামরান আবির। অভিনয় করেছেন ওবিদ রেহান। এ প্রথমবারের মতো তার অভিনীত কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কানে অংশ নিচ্ছে।
৭১তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ থেকে ১৯ মে। ওবিদ রেহান বলেন, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালো লাগার। আমি নির্মাতা আবিরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন।
ওবিদ রেহান এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত। তার কয়েকটি নাটক হলো কায়সার আহমেদের ‘মহাগুরু’, ‘আয়না’, জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’, ‘ডন’, জাহিদুল ইসলাম জাহিদের ‘সমাজবিজ্ঞান’, শফিকুল ইসলামের ‘এইটুকু ছোঁয়া লাগে’ ইত্যাদি ।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা