ঐশ্বরিয়া রাইয়ের ছেলে বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন পুরো ভারতে। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি দেশটির অন্ধ্র প্রদেশের ২৯ বছরের যুবক সঙ্গীত কুমার। এ ঘটনায় সাবেক বিশ্ব সুন্দরীর সম্মানহানির জন্যই জেলে যেতে হতে পারে তার। ভারতীয় একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে এমনটাই বলছে জি নিউজ।
খবরে বলা হয়, ওই ঘটনার পর বচ্চন পরিবারের পক্ষ থেকে পাল্টা কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থানা সঙ্গীত কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
লন্ডনে আইভিএফ পদ্ধতিতে ঐশ্বরিয়া রাই তাঁর জন্ম দিয়েছেন বলে গত বুধবার দাবি করেন সঙ্গীত কুমার। তিনি বলেন, ১৯৮৮ সালে ঐশ্বরিয়া তাঁর জন্ম দেন। মাত্র ১৪ বছর বয়সেই নাকি ঐশ্বরিয়া তাঁর জন্ম দিয়েছেন বলেও দাবি করেন ২৯ বছরের ওই যুবক। শুধু তাই নয়, তিনি শুধু মায়ের সঙ্গে থাকতে চান, এটাই তাঁর দাবি বলেও মন্তব্য করেন সঙ্গীত কুমার।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৮/মাহবুব