১৮৯৭ সালে সারাগারি যুদ্ধ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা 'কেসারি'। করণ জোহরের এই প্রজেক্টে অক্ষয় কুমারকে দেখা যাবে হাবিলদর ঈশ্বর সিং-এর চরিত্রে। এনিয়ে তৃতীয়বার কোনো শিখ চরিত্র দেখা যাবে বলিউডের খিলাড়িকে।
গতকাল শুক্রবার থেকেই 'কেসারি'র শ্যুটিং শুরু করছেন অক্ষয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিনেমায় তার ফার্স্ট লুক শেয়ার করেন অক্ষয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে এই ফিল্মের যৌথ প্রযোজনা করছেন অক্ষয় নিজেও। সিনেমাটি পরিচালনা করছেন অনুগার সিং।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব