বাহুবলী সিনেমায় দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি দেবসেনা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার নতুন চরিত্রে ধরা দিলেন বাগমতি সিনেমায়। ভয়ানক রুদ্রমূর্তি ধারণ করেছেন এ অভিনেত্রী। বাহুবলীর রাজমাতা শিবগামীর চেয়ে ভয়ঙ্কর সেই দৃশ্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার যেখানে আনুশকাকে দেখা গেছে, লকআপ থেকে বের করে কোনও একটি ভুতুড়ে বাড়িতে আটকে রাখা হয় আনুশকাকে। সেখানে তাঁর সঙ্গে যেসব ঘটনা ঘটে, তা ভয়ানক বললেও কম বলা হবে। টেনে হিঁচড়ে ঘরবন্দি করা হয়, কখনও বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কোনও কিছুই যেন নিজের বশে নেই। নিজেই নিজের হাতের মধ্যেই হাতুড়ি দিয়ে পেরেক গাঁথছেন। অদ্ভুত এক গোলক ধাঁধা। যেন কোনও এক মায়াবী প্রেতাত্মার সঙ্গে লড়ে যাচ্ছেন। ক্রমাগত দুঃস্বপ্নের মতোই 'বাহুবলী' দেবসেনা অানুশকা শেটির সঙ্গে ঘটে যাচ্ছিল এই সব পৈশাচিক ঘটনা। এসব দৃশ্য যতটাই নৃশংস, ঠিক ততটাই ভৌতিক।
যদিও ট্রেলারের প্রথম অংশটা বেশ রোম্যান্টিক। সেখানে সিনেমার নায়কের সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় তাকে। তবে সিনেমাটি যত এগোবে তা যে রূদ্র মূর্তি ধারণ করবে তা ট্রেলারেই স্পষ্ট। তবে গল্পটিতে কোনও রাজনৈতিক প্রতিহংসার বিষয়ই তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। জি অশোক পরিচালিক ইউভি ক্রিয়েশনের বাগমতি মুক্তি পাচ্ছে ২৬ জানুয়ারি।
বিডিপ্রতিদিন/ ০৯ জানুয়ারি,২০১৮/ ই জাহান