নারীদের ওপর চলা যৌন হয়রানি, বৈষম্যের প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে। কালো ছড়ানো গাউনে তাকে বেশ সুন্দর লাগছিল। কিন্তু ২২ বছরের কেন্ডাল জেনার তারপরও হয়রানির শিকার।
কারণ তার গালের চামড়া মসৃণ ছিল না! সেখানে উঁকি দিচ্ছে ব্রণ। কেন তিনি মেকআপে ব্রণ না ঢেকেই রেড কার্পেটে হাঁটার সাহস করেছেন! এ জন্য কেন্ডালকে নিয়ে হাসাহাসিও হয়েছে বিস্তর। কিন্তু ভক্তরা পাশে দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে আলোচিত এ ফ্যাশন মডেলের। আর সেটাকেই গ্রহণ করেছেন কেন্ডাল।
সমালোচনাকে আপাতত পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের এ মডেল। টুইটারে কেন্ডাল লিখেছেন, 'এসব বাজে মন্তব্য যেন কারও পথে বাধা হয়ে না দাঁড়ায়। ' সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা