জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ছবি পোড়ামন। সাইমন-মাহি অভিনীত ছবিটি বেশ সাড়া পায়। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল ‘পোড়ামন-টু’। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়। আজ মঙ্গলবার সিনেমাটির প্রথম পোস্টার জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।
রায়হান রাফি পরিচালিত 'পোড়ামন-টু' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়ামের। তার বিপরীতে দেখা যাবে পূজাকে। ‘নুরজাহান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব