ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর ব্যাক স্ট্রিট ভয়েস অনুষ্ঠানে আজ থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তানভির শাহিন, তাসনিম সিনহা এবং প্রবাসী সঙ্গীতশিল্পী নাভিন।
অনুষ্ঠানটি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত নয়টায় শুরু হয়। শনি রবি ও সোমবার সঞ্চালক হিসেবে থাকেন শাওন গানওায়লা এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার থাকেন সম্রাট ও এমিল।
অনুষ্ঠানে এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে শ্রোতারা গানের রিকুয়েস্ট করতে পারেন। SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME পাঠাতে হবে 6969 নাম্বারে। আর লাইভ ফোন কলের জন্য নাম্বার – ০২৫৫০৩৬৬৫৯।
অনুষ্ঠানটি শুনতে টিউন করুন ক্যাপিটাল এফ এম ৯৪.৮। ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৮/হিমেল