বয়স মাত্র ছয় বছর। কিন্তু লাইমলাইটে থাকতে তার জুড়ি নেই। বলছিলাম আরাধ্যা বচ্চনের কথা। এবার ক্যামেরার দিকে চুমু ছুড়ে দিল অভিষেক-ঐশ্বরিয়া বচ্চনের একমাত্র এই কন্যা।
আরাধ্যার সেই ছবি শেয়ার করেছেন অভিষেক বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার আনন্দ এবং খুশি’। আসলে চেন্নাইয়ের ফুটবল টিম কিনেছেন অভিষেক বচ্চন। সেই ফুটবল ম্যাচ দেখতেই বাবা ও মায়ের সঙ্গে হাজির হয়েছিল আরাধ্যা। সেখানেই ক্যামেরার দিকে তাকিয়ে এমন পোজ দিয়েছে সে।
অভিষেক আরও একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আরাধ্যা এবং ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন চেন্নাইয়ান এফ সি-র ফুটবলার জেজে লালপেখুলা।
উল্লেখ্য আরাধ্যা এমন এক পরিবারের সন্তান, যেখানে প্রায় সব সদস্যই তারকা। সে কারণেই বলিউড মহলের একটা বড় অংশের মতে, কীভাবে ফোকাসে থাকতে হবে তা আরাধ্যা ছোট থেকেই জানে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর