গত বছর 'বড় ছেলে' নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল। নাটকটিতে অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। এবার 'ইচ্ছে খাম' নামের আরও একটি নাটকে কাজ করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
গত ৮ ও ৯ জানুয়ারি রাজধানীর উত্তরায় 'ইচ্ছে খাম' এর শ্যুটিং হয়েছে। নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, 'ইচ্ছে খাম' খুব মিষ্টি প্রেমের গল্পের নাটক। একটি মেয়ের স্বপ্ন নিয়ে নাটকের গল্পের শুরু। খুব শিগগিরই এটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা