নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলকে। স্ত্রীর করা মামলায় রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রমনা থানার ডিউটি অফিসার এসআই আমেনা বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরওয়ানা জারি ছিল। সে মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ১৩ই মার্চ বিয়ে চন্দনাকে বিয়ে করেন জুয়েল। কিন্তু বিয়ের পর থেকে চন্দনাকে শারীরিক ও মানসিকভাবে বারবার নির্যাতন করে আসছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন