'শিশুদের মনন বিকাশে, গান এবং ফান' এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো 'এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস' এর ৭ বিভাগের বাছাইপর্ব শেষ হয়েছে। সেরা ৫০ জন গানের রাজা নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে মেগা অডিশনের শুটিং। মেগা অডিশন থেকে নানান পর্যায়ের গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য ‘শিশু গানের রাজা’।
অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি সোম ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে সম্প্রচারিত হবে চ্যানেল আইয়ে। সম্প্রচারের পর প্রতিটি পর্ব চ্যানেল আইয়ের ভেরিফাইড ইউটিউভ চ্যানেল, চ্যানেল আই টিভিতে আপলোড করা হবে। অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইমরান এবং কোনাল।
এ প্রসঙ্গে ইমরান বলেন, গান হবে, ফান হবে। কোন রকম চাপ ছাড়াই মজা করে কাজটি শেষ করতে চাই। আশা করবো, এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিল্পী বের করে আনতে সক্ষম হবো।
কোনাল বলেন, বাচ্চদের মধ্যে থেকে যোগ্য শিল্পী বের করে আনবো। সেখান থেকে আমি নতুন কিছু শিখতে পারবো। আমি এর জন্য অপেক্ষা করছি। বাচ্চাদের সঙ্গী হয়ে থাকবো, বন্ধুর মতো হয়ে থাকবো। কড়াকড়ি বা চুলচেরা বিশ্লেষণ করতে চাই না।
অনুষ্ঠানের উপস্থাপক চ্যানেল আই সুপার স্টার টয়া ও শিশু শিল্পী সাহী। তাহের শিপন এর পরিচালনায় নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি। এ আয়োজনের পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসিআই এক্সট্রা ফান কেক। রেডিও পার্টনার : রেডিও ভূমি ৯২.৮ এফএম, প্রিন্ট মিডিয়া পার্টনার : আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার : চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার : চ্যানেল আই টিভি।
বিডি প্রতিদিন/ফারজানা