বর্তমানে লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা। কলেজের একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় সম্প্রতি অভিনয় করেছেন শাহরুখ কন্যা।
‘জিরো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও একদিনের জন্য লন্ডনে মেয়ের অভিনয় দেখতে গিয়েছিলেন বলিউড বাদশা। আর তা দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন কিং খান।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানার সঙ্গে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, লন্ডনে আমার জুলিয়েটের সঙ্গে। অসাধারণ অভিজ্ঞতা। টিমের সবারই অসাধারণ পারফরম্যান্স। অভিনন্দন…।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ