বিয়ের পর্ব শেষ করে আপাতত আগামী ছবি 'সিম্বা'র প্রচারে ব্যস্ত। সোমবারই ছিল রণবীর-সারার ছবি 'সিম্বা'র ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানেই হাজির ছিলেন তারকা। এদিনের অনুষ্ঠানে নব বিবাহিত রণবীরকে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।
তবে এই অনুষ্ঠানেও মহিলা ভক্তরা তাঁর জন্য যতই পাগল হয়ে উঠুন না কেন, রণবীর কিন্তু দীপিকার রেশ কোনভাবেই কাটিয়ে উঠতে পারছেন না, তিনি দীপিকাতেই মগ্ন। তবে এই অনুষ্ঠানে এসে স্ত্রী দীপিকার সম্পর্কে একটা কথা ফাঁস করেই ফেললেন।
রণবীরের কথায়, 'সিম্বা'তে তিনি যতই পালোয়ানের মতো দৌড়ান, বাড়িতে কিন্তু তিনি দীপিকার ভয়ে এক্কেবারেই ভিজে বিড়াল। রণবীর যদিও এ বিষয়ে দীপিকার নাম নেননি তবে, তিনি বাড়িতে কীভাবে থাকেন তা হাবেভাবেই বুঝিয়ে দেন। রণবীরের এই অঙ্গভঙ্গি দেখে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।
প্রসঙ্গত, 'সিম্বা' ট্রেলার পুলিশ অফিসারের চরিত্রে মুগ্ধ করেছেন রণবীর। সাধারণ মানুষের জন্য নয়, মাফিয়া এবং ডনদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে শুরু করেন সিম্বা। যা দেখে এক সময় তাঁর বান্ধবীও কটাক্ষ শুরু করেন তাঁকে। কিন্তু, 'ছোট বোন' বলে যাঁকে সম্মোধন করতে শুরু করেন সিম্বা, তিনিই একদিন ওই পুলিশ অফিসারের চোখ খুলে দেন। তাঁর থানার মধ্যে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণের ঘটনায় যেন নড়ে বসেন সিম্বা। এক এক করে ধর্ষকদের শাস্তি দিতে শুরু করেন তিনি। এই করে এগোতে শুরু করে গল্প।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ