হলিউড গায়ক-অভিনেতা নিক জোনাসকে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেছেন বলিউড অভিত্রেী প্রিয়াঙ্কা চোপড়া। ১ এবং ২ ডিসেম্বর যোধপুরের তাজ উমেদ ভবন প্রাসাদে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস এর পুতুল বাজারে এসেছে। কয়দিন আগেই সাইফ অালী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলী খানের পুতুল নিয়ে হইচই পড়ে গিয়েছিল বলিউডে। পুতুলটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পুতুল দুটির ছবি প্রকাশ পাওয়ার পর থেকে বিয়ের ছবির মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে ভক্তদের কাছে অবশ্য প্রিয়াঙ্কা-নিক এর এই পুতুল ভালো লাগেনি। প্রিয়াঙ্কা বা নিক এই পুতুলের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ধারণা করা হচ্ছে নতুন জামাই নিক এর কাছে বিষয়টি বেশ উপভোগ্য মনে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন