আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত 'সাপলুডু' ছবির শুটিং শেষ হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির দৃশ্যায়ন সম্পন্ন হওয়ার কথা জানান ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা।
কক্সবাজারে একটি গানের দৃশ্য ধারণের মাধ্যমে শেষ হয় ছবির শ্যুটিং। এরপর কক্সবাজার থেকেই ফেসবুক লাইভে আসেন টিমের সদস্যরা। লাইভে ছবির নায়ক আরিফিন শুভ বলেন, অনেক পরিশ্রমের পর ছবির শ্যুটিং শেষ হল। টাইটানিকেও ২৩টা ভুল ছিল। জানি না আমাদের কতটা ভুল-ত্রুটি হয়েছে। তবে আমরা মন থেকে চেয়েছি হলে যখন আপনারা দেখবেন তখন যেন মনে হয় এটা নতুন কিছু। ছবিটি আপনাদের ভালো লাগবে।
ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/ফারজানা