বিশ্বখ্যাত চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান তার বইতে মাদক গ্রহণ ও সন্তানকে রুম থেকে বের করে দেয়ার কথা নিজের আত্মজীবনীতে স্বীকার করেছেন। মঙ্গলবার 'নেভার গ্রো আপ' নামের বইটি মঙ্গলবার প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে প্রথমবার বইটি চাইনিজ ভাষায় প্রকাশিত হয়েছিল।
ক্যারিয়ারের শুরুতে পতিতালয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন জ্যাকি চ্যান। পাশাপাশি বইটিতে খ্যাতি তার ব্যক্তিগত জীবনকে কীভাবে প্রভাবিত করেছে সেটির বর্ণনাও দিয়েছেন।
চীনের এ সফল চলচ্চিত্র তারকা 'রাশ আওয়ার' এর মতো আলোচিত হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন জ্যাকি চ্যান। সেই টাকাও দুই হাতে উড়িয়েছেন তিনি। একবার পাঁচ লাখ ডলার দিয়ে নিজের স্টান্ট টিমের জন্য ব্যয়বহুল ঘড়ি কিনেছিলেন তিনি।
সেই ঘটনা সম্পর্কে জ্যাকি চ্যান লিখেছেন, একবার ঘড়ির দোকানে গিয়ে বলি আমাকে সবচেয়ে দামী ১০টি ঘড়ি দেখাও। তাদের জিজ্ঞেস করি, এগুলোই সবচেয়ে বেশি দামী? সবচেয়ে বেশি হীরা কি এতেই আছে। আমি ৭টা ঘড়ি নিচ্ছি...'
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা