ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট'র (আইটিআই) ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের হাইকু নগরীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রামেন্দু মজুমদার-কে আইটিআই পদকে ভূষিত করা হয়।
গত ২৩ নভেম্বর শুক্রবার চীনের হাইকু’র হাইনান অপেরা হাউজে আইটিআই'র প্রতি তার দীর্ঘকালের প্রতিশ্রুতি ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানা দেয়া হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত