'কেদারনাথ' ছবির মুক্তির আগে থেকেই সারা আলি খানকে নিয়ে জোর জল্পনা শুরু হয় বি টাউন জুড়ে। সাইফ-অমৃতা কন্যা যখন 'কফি উইথ করণ'-এ করণ জহরের মুখোমুখি হন, তখন তিনি তার ভাল লাগার মানুষের নাম মুখে এনেই ফেলেন।
বাবার সঙ্গে হাজির হয়ে সারা জানান, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি। কিন্তু ডেট করতে চান কার্তিক আরিয়ানের সঙ্গে। সারার ওই ইচ্ছার কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন সাইফ। কিন্তু মজার ছলে তিনিও জানিয়ে দেন, যার পকেটে অর্থ থাকবে, তিনি সারাকে নিয়ে ডেটে যেতে পারেন। বাবার মুখে ওই কথা শুনে বেশ কিছুটা লজ্জা পেয়ে যান সারা।
কিন্তু কার্তিকের সঙ্গে যে সারা ডেট করতে চান, সেই দাবি থেকে পিছিয়ে আসেননি তিনি। সারার মনের ইচ্ছা নিয়ে সম্প্রতি কার্তিক আরিয়ানকে প্রশ্ন করা হয়। প্রথমে তিনি বলেন, সারা খুব মিষ্টি মেয়ে। সারার সঙ্গে বসে কফি খেতে চান তিনি।
এরপর ফের সারার সঙ্গে 'ডেটিং'র প্রসঙ্গ এলে কার্তিক বলেন, সারার সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়েছিল। সেখানে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আরও বলেন, সারার ডাকের জন্য অপেক্ষা করছেন তিনি। সারা আলি খান কিংবা কার্তিক আরিয়ান বিষয়টি নিয়ে যতই মজা করুন না কেন, তাদের দু'জনকে নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত