ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় শিল্পী সালমার নতুন গান ‘পাঁজর’ মুক্তি পেলো আজ। জান্নাতুল ফেরদৌস মিলার কথায় জিয়াউদ্দিন আলমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আর এই গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ক্যামেরায় ছিলেন সানী খান। দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। আর গানটি দেখা যাবে এমআর বেস্টমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে সালমা বললেন, গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
গানটির সুরকার জিয়াউদ্দিন আলম বললেন, সালমার গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ গেয়েছে সালমা। আশা করছি সবার ভালো লাগবে।
বিডি প্রতিদিন/ফারজানা