বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জীবন এ বার বড় পর্দায়। তিনি শেষ দিন পর্যন্ত আন্তরিকভাবে ভালবেসে গিয়েছেন গৌরী দেবীকেই। মৃত্যুর পর ভবানীপুরের বাড়ির যে ঘরে তাকে শোয়ানো হয়েছিল, সেই ঘরের কাঁচের দরজা গুঁড়িয়ে গিয়েছিল জনতার ঢলে। এ রকমই বহু অজানা গল্প আর গুরুত্বপূর্ণ ৭৬টি চরিত্র নিয়ে তৈরির পথে মহানায়কের বায়োপিক ‘অচেনা উত্তম’।
উত্তম কুমারের চরিত্রে টলিউডেরই কোনও এক ‘চট্টোপাধ্যায়’ অভিনেতাকে দেখা যাবে। মুম্বাই এবং বাংলার নামী পরিচালকরাও অভিনয় করছেন এই বায়োপিকে। পরিচালনায় ‘আত্মজা’, ‘ব্ল্যাক কফি’ খ্যাত পরিচালক অতনু বোস।
যে ঘরে মহানায়কের মরদেহ শায়িত ছিল সেই ঘরে শ্যুট করার ইচ্ছে রয়েছে পরিচালকের। শ্যুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে দার্জিলিং, টংলিং। প্রচুর সেট তৈরি হবে পাশাপাশি। শ্যুটিং হবে মহানায়কের ব্যবহার করা জিনিস দিয়ে। প্রচুর অর্থ দিয়ে কেনা হয়েছে সমস্ত স্বত্ত্ব। ছোটবেলা, ধীরে ধীরে বড় হয়ে ওঠা, অরুণ থেকে সর্বোত্তমে উত্তরণ, মহানায়কের একাধিক সম্পর্ক, সবটাই ধরা থাকবে। তবে আক্ষরিক বায়োপিকের মতো করে নয়। একজন কিংবদন্তির গল্প যে ভাবে দেখানো উচিত সেই নিয়ম মেনে।
‘অচেনা উত্তম’ প্রযোজনা করছে মুম্বাইয়ের এক সংস্থা। ছবিতে গানের বড় ভূমিকা থাকবে। সঙ্গীত পরিচালনায় থাকছেন বাংলার প্রথম সারির এক নারী সঙ্গীতশিল্পী। যিনি সঙ্গীত পরিচালনাতেও দক্ষ। শ্যুট শুরু আগামী ফেব্রুয়ারিতে।
বিডি প্রতিদিন/ফারজানা