বাংলাদেশের সংগীত জগতের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার মালিক সেলিম খানকে ইউনাইটেড হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সেলিম খানের ছোট ভাই ও প্রতিষ্ঠানের সিইও রবিন ইমরান বলেন, কয়েকদিন আগে ভাইয়ার ঠাণ্ডার সমস্যা দেখা দেয়। আগে থেকেই ঠাণ্ডার সমস্যা ছিল। কিন্তু সেটা প্রকট আকারে দেখা দেয়। আমরা ইমপালস হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার করোনা ধরা পড়ে। এরপর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে ভাইয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।'
তিনি বলেন, আজ একটু অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে দুপুর ১২ টায় চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি দেশবাসীর কাছে আমার ভাইয়া (সেলিম খান) এর জন্য দোয়া চাইছি। সকলেই দোয়া করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত