কবি, লেখক ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব আদিত্য কবির মারা গেছেন। মাত্র ৪৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। বুধবার (৯ ডিসেম্বর) ভোর রাতে ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাবা দেশের খ্যাতিমান প্রয়াত কবি হুমায়ুন কবির। তার প্রয়াণে মিডিয়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
আদিত্য কবির জনপ্রিয় বিনোদন পাক্ষিক আনন্দভুবনের সহকারী সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিক এবং বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। এক সময় সাংবাদিকতা ছেড়ে যোগ দেন বিজ্ঞাপন মিডিয়ার জগতে। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে সাংবাদিকতাও করেছেন। এক সময় সাংবাদিকতা ছেড়ে যোগ দেন বিজ্ঞাপন মিডিয়ার জগতে। তিনি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে যুক্ত ছিলেন।
এদিকে, কবি আদিত্য কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করে অনেকেই বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, "আমাদের বন্ধুদের মধ্যে অনেক বিষয়েই আগানো ছিল আদিত্য, যারে লোকে আদিত্য কবির নামে জানত! চলে যাওয়ার ক্ষেত্রেও দেখা গেল ও-ই আগানো!"
শিক্ষক ও লেখক আজফার হোসেন লেখেন, "এই মাত্র খবর পেলাম, আমার এক সময়ের খুব কাছের মানুষ ও আমার প্রিয় মানুষ আদিত্য কবির- অসাধারণ মেধাবী কবি ও লেখক আদিত্য কবির- অল্প বয়সেই চলে গেল! ডেভাসটেটিং! গুছিয়ে যে কিছু বলব, সেটা সম্ভব হচ্ছে না এখন!"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ