সম্প্রতি দেশে ফিরেছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ জগত থেকে দূরে থাকলেও উদ্যোক্তা ও সেবামূলক কাজে বেশ সরব এ তারকা। তার নিজস্ব বুটিক হাউজ রয়েছে। আর তা নিয়েই চট্টগ্রামে শীতকালীন পোশাক উৎসবে যোগ দিচ্ছেন সুজানা।
র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'র (মেজবান হল)- এ উৎসব চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে শুরু হয়েছে এ উৎসব। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন দিন ব্যাপী এ উৎসব চলবে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। এতে নিজের সব পোশাকের ব্যতিক্রমধর্মী সংগ্রহ নিয়ে হাজির হবেন সুজানা।
উৎসবে প্রবেশাধিকার উন্মুক্ত। মহামারী করোনাভাইরাসের বিষয়টি বিবেচনায় রেখে উৎসবে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।