তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে অনেক দিন ধরে আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে নতুন বছরের শুরুতে প্রেম নিয়ে আলোচনায় আসলেন তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি। খবর আনন্দবাজার পত্রিকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিমন্যু। তিনি প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন তাদের প্রেমের তিন বছর পূর্ণ হয়েছে। পেশায় মডেল দামিনীও অভিমন্যুর সঙ্গে ছবি শেয়ার করে স্বীকার করেছেন ভালোবাসার কথা।
তিনি জানান, ‘একই মানুষের সঙ্গে নতুন একটা বছর শুরু করলাম।’ সেই ছবিতে অভিমন্যুর মন্তব্য, ‘লাভ ইউ ইনফাইনাইট বেবি।’ এদিকে, তাদের জুটি দেখে আপ্লুত নেটিজেনরাও। অনেকে তরুণ এই জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, শ্রাবন্তীর বরাবরই বন্ধুর মতো মিশেছেন তার ‘ঝিনুক’-এর সঙ্গে। অভিনেত্রীর জীবনের অনেকখানি জুড়ে রয়েছেন তার ছেলে। অভিমন্যুর বাবা পরিচালক রাজীব বিশ্বাস, যিনি শ্রাবন্তীর প্রথম স্বামী। এরপর দু’বার বিয়ে করেন অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/শফিক