একপাশে স্বামীসহ সাবেক প্রেমিকা আরেক দিকে বর্তমান প্রেমিকা। হ্যাঁ সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে দেখা গেল সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোন ও বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে একসাথে ছবি তুলতে।
রণথম্ভোরে গিয়ে রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে দেখা গেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন রণবীর ও আলিয়া কি পরিকল্পনা করেই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে গিয়েছেন?
এরপরেই রণবীর সিং স্পষ্ট ভাবে জানিয়েছেন, তারা কেউই পরিকল্পনা করে একসঙ্গে বাড়াতে যাননি। রণথম্ভোরে গিয়ে আচমকাই রণবীর, আলিয়াদের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। এরপরেই একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন তারা।
উল্লেখ্য, রণথম্ভোরে গিয়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাট বাগদান সেরে ফেলবেন বলে গুঞ্জন ছিলো। যদিও সেই জল্পনায় পানি ঢেলে দেন রণধীর। তিনি বলেন, এই মুহূর্তে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাগদানের কোনও সম্ভাবনা নেই। সূত্র : পিঙ্কভিলা।
বিডি-প্রতিদিন/শফিক