রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে রাজধানীর দারুস সালাম এলাকায় দুর্ঘটনার শিকার হন আশা চৌধুরী। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের সুবাদে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। এরপর থেকেই শোবিজে নিয়মিত হন তিনি। ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, ‘ওল্ড ইজ গোল্ড’, টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে করেন আশা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন